City roads submerged in Nagpur,. (Photo Credits: X)

কেউ বলছেন মেঘভাঙা বৃষ্টি। কেউ আবার বলছেন, নিম্নচাপের। রাতভর অবিরাম তীব্রগতির বৃষ্টির পর জলের তলায় মহারাষ্ট্রের নাগপুর। আচমকা তীব্র বৃষ্টিতে নাগপুরের একটা বড় অংশে কোমর সমান জল। স্থানীয়রা বলছেন, বৃষ্টি হয়েছে মাত্র ঘণ্টা তিনেক। কিন্তু সেই বৃষ্টির মাত্রা এত তীব্র যে এমনটা এখানে আগে দেখা যায়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল সাড়ে পাঁচটা অবধি নাগপুরে বৃষ্টি হয়েছে ১০৬ মিলিমিটার। প্রশাসনের তরফে ইতিমধ্যেই নাগপুরবাসীকে জল থেকে উদ্ধার করতে নেমেছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবীশ। নাগপুরের ব্যস্ত সব রাস্তা দিয়ে এখন সমুদ্রের স্রোতের মত জল ভেসে চলেছে। স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাস্তার পাশে দাঁড় করানো সব গাড়ি, বাইক।

নাগপুরে উদ্ধারকাজে আসা এক সেনাকর্মী জানালেন, আমরা যখন সকালে এখানে আসি তখন মানুষের ঘাড়ের সমান জল। বোট এনে আমরা উদ্ধার কাজে ঝাঁপাই। অনেককে আমরা পানীয় জল, বিস্কুট দিয়েছি।"

এখন নাগপুরের পরিস্থিতি

এখন নাগপুুরের পরিস্থিতি

— TOI Nagpur (@TOI_Nagpur) September 23, 2023

দেখুন নাগপুরের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

দেখুন সেখানে জলের স্রোত কেমন

নদীর নাম নাগপুর

কোমর অবধি জলে ডুবেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। ক্যানাল রোড রামদাসপেঠের দৃশ্য ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নাগপুরের আমবাঝারি লেক এলাকাতেও একই চিত্র। জলমগ্ন বাড়ির ভিতরে আটকে পরা আবাসিকদের উদ্ধার করতে এসেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)।