দিল্লি, ২৬ সেপ্টেম্বর: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) কৃষি আইন (Farm Laws) নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক শুরু হয়েছে। কঙ্গনা যে মন্তব্য করেন, তা তাঁর নিজের বলে বিজেপির তরফে জানানো হয়। শুধু তাই নয়, কঙ্গনার মন্তব্য থেকে বিজেপি নিজেদের দূরত্ব বজায় রাখাও শুরু করে। কৃষি আইন নিয়ে কঙ্গনার মন্তব্যের প্রেক্ষিতে চিরাগ পাসওয়ান কি বিরক্ত? যা শুনে লোক জনশক্তি পার্টির সাংসদ চিরাগ বলেন, কঙ্গনা যা বলেছেন, তা শুনে তিনি ঠিক বিরক্ত নন। তবে কঙ্গনা বর্তমানে শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন রাজনীতিবিদ বলেও মন্তব্য করতে শোনা যায় চিরাগ পাসওয়ানকে (Chirag Paswan )।
পাশাপাশি কোনও বিষয় উত্থাপিত হলে, সেখানে দলের কী মতামত সে বিষয়ে প্রত্যেক নেতার নজর রাখা উচিত। অর্থাৎ এমন কোনও বিতর্কিত বিষয়ে পার্টি লাইন মেনেই মন্তব্য করা উচিত। এমনও বলতে শোনা যায় এনডিএ শরিক চিরাগ পাসওয়ানকে।
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার আলটপকা মন্তব্য, সাংসদের বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে বিজেপি
প্রসঙ্গত ২০১১ সালে 'মিলে না মিলে হম' দিয়ে বলিউডে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ান। সেই থেকে তাঁদের পরিচয়। এরপর সিলভার স্ক্রিনের বাইরে লোকসভায়ও একসঙ্গে সাংসদ পদ নেভানোর দায়িত্ব চিরাগ এবং কঙ্গনার কাধে।