COVID 19 Vaccine: ১৫ থেকে ১৮-র করোনা টিকাকরণ, ১ জানুয়ারি থেকে কোউইনে আবেদন, জানাল কেন্দ্র
Corona Vaccine (Photo Credit: File Photo)

দিল্লি, ২৭ ডিসেম্বর:  জানুয়ারির প্রথম দিন থেকেই টিকাকরণের (Corona Vaccination) জন্য কোউইনে আবেদন করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কোউইনে আবেদন করতে স্টুডেন্ট আইডি কার্ড ব্য়বহার করতে পারবে। ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত যাঁদের বয়স, তাদের অনেকের আধার কার্ড নেই, ভোটার আই কার্ডও নেই, সেই কারণে তাঁদের জন্য স্টুডেন্ট কার্ডের মাধ্যমে ব্যবস্থা করা হবে বলে জানান কোউইন পোর্টালের প্রধান ডক্টর আর এস শর্মা।

এদিকে ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান,  আগামী বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা (Vaccine) দেওয়া শুরু হবে। তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের জন্য টিকার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে। যাঁদের কোমর্বিডিটি আছে এবং যাঁদের বয়স ৬০ বছরের বেশি, চিকিৎসকের পরামর্শে তাঁরাও ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।

আরও পড়ুন:  Omicron in India: হিমাচলে থাবা বসাল ওমিক্রন, করোনার নয়া প্রজাতির সংক্রমণ নিয়ে চিন্তায় গোটা দেশ

প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর এবার ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কোউইনে নিজেদের নাম নখিভুক্ত করতে পারবে টিকাকরণের জন্য। এমনই জানানো হয়।