একটানা বৃষ্টির কারণে দিল্লির (Delhi) বিভিন্ন এলাকাতেই জমেছে জল। আর সেই জমা জলের কারণেই ঘটল একটি মর্মান্তিক দুর্ঘটনা। ড্রেনে পড়ে মৃত্যু হল এক শিশুর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। তবে গতকাল দিনের আলো পেরিয়ে রাতের অন্ধকারে খোঁজ পাওয়া যায়নি নাবালকের। অবশেষে শনিবার সকালে উদ্ধার হল তাঁর নিথর দেহ। দেহটি ইতিমধ্যেই জিটিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘুড়ি ধরতে গিয়ে বিপত্তি
সূত্রের খবর, গত শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকায় ঘুড়ি ওড়ানো হচ্ছিল। একটি ঘুড়ি কেটে যেতে সেটি ধরতে দৌঁড়াচ্ছিল বছর সাতেকের ওই শিশু ও তাঁর বন্ধুরা। এলাকায় জমা জল থাকার কারণে ড্রেন বা রাস্তা আলাদা করে বোঝা যাচ্ছিল না। যার ফলে ঘটে বিপত্তি। লাগদি মার্কেট ফুলিয়ার কাছে আচমকাই ড্রেনে পা পড়ে কিশোরের। আর তাতেই ডুবে যায় সে।
গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান
প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তাঁর খোঁজ শুরু করে। খবর দেওয়া হয় কিশোরের পরিবারকে। ঘটনাস্থলে তাঁরাও এসে উদ্ধারকাজ শুরু করে। অন্যদিকে পুলিশ ও দমকল বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে আসে। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকাজ। কিন্তু গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুকে উদ্ধার করা যায়নি। অবশেষে শনিবার উদ্ধার হল তাঁর মরদেহ।