(Photo Credits: Pixabay)

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: ৪৪টি দেশে ছড়িয়েছে মারণ ভাইরাস করোনা (Coronavirus)। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। করোনার আতঙ্কে মানুষের মনে দেখা দিচ্ছে অজানা ভয়। যার প্রভাব এসে এবার পড়েছে মুম্বইতেও (Mumbai)। করনাভাইরাসের আক্রমণের ভয়ে চিকেন থেকে মুখ ফিরিয়েছে বাণিজ্যনগরী। যার জেরে একধাক্কায় প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে মুরগীর মাংসের দাম (Chicken Price Drops)। কিন্তু কেন এমন আতঙ্ক তার উত্তর খুঁজে পাচ্ছেন না ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের কথায়, করোনা আতঙ্কে মানুষের মনে মুরগীর মাংস নিয়ে কেন ভয় তৈরি হল। তার কারণ জানা নেই। কারণ এই করোনা ভাইরাসের আক্রমণের সঙ্গে চিকেনের কোনও সংযোগ নেই। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, মুম্বইয়ের আভিজাত্য এলাকা যেমন বান্দ্রা, কুর্লা, চেম্বুর এবং আন্ধেরিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এই এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ দোকানে দিনে একটিও ক্রেতা আসছেন কি না তাই-ই সন্দেহ। যার জেরে বিরাট ক্ষতির মুখে পোলট্রি ব্যবসায়ীরা। ২০ শতাংশ কম দামে বিক্রি করতে হচ্ছে মুরগীর মাংস। আরও পড়ুন: Coronavirus Outbreak In Italy: করোনার থাবায় কাঁপছে ইতালি, বন্ধ ফ্যাশন উইক অপেরা ফুটবল ম্যাচ 

ক্রমশ বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক। ইরাক, ইরান ওমানের পর ইতালি (Coronavirus Outbreak In Italy)। করোনাভাইরাসের থাবায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে ইতালিতে। যদিও প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা বাসিন্দাদের শান্ত থাকার অনুরোধ করেছেন। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। নতুন করে নাকি সংক্রমণ ছড়ায়নি। ইউরোপে এখনও পর্যন্ত ২৯ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি।