রায়পুর, ১৬ মে: বিয়ের অনুষ্ঠানে ভাই এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাচের জের। স্ত্রীকে খুন করল স্বামী (Husband)। ছত্তিশগড়ে (Chhattisgarh) এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। ছত্তিশগড়ে কবীরধাম জেলায় এক বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাচতে দেখায় তেড়ে যায় স্বামী। এরপর স্ত্রীর সঙ্গে তার বিবাদ শুরু হলে, অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। যাঁরা মদ্যপ ভাইকে থামাতে আসেন, তাঁদের দেখে তেড়ে যায় ওই ব্যক্তি। এরপর থামানোর চেষ্টা করায় পরপর দুই ভাইকে খুন করে মদ্যপ। টিঙ্গা বেগা নামের ওই ব্যক্তিকে এরপর পরিবারের লোকজন থামিয়ে, তাকে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে নিহতদের মৃৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।