শুক্রবার মহারাষ্ট্রের পালঘরে একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৬ অগস্ট মালবনের রাজকোট দুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) একটি মূর্তি ভেঙে পড়ে। মূর্তিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের ৪ ডিসেম্বর উদ্বোধন করেছিলেন।ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজ বলেন, "ছত্রপতি শিবাজি মহারাজ শুধু আমাদের রাজা নন, আমাদের পূজ্য দেবতা। আমি সিন্ধুদুর্গে দুর্ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা চাই।"
২০২৩ সালের ডিসেম্বরে নৌবাহিনী দিবস উপলক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ারের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী মূর্তিটি উদ্বোধন করেছিলেন।মূর্তি ভেঙে পড়ায় শিবাজিপ্রেমীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, পাশাপাশি বিরোধী দলগুলি মহারাষ্ট্রে এই ঘটনাকে উদ্দেশ্য করে শিন্ডে সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছে। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন- "এই ঘটনার জন্য ছত্রপতি শিবাজি মহারাজকে শ্রদ্ধা জানানো এবং ক্ষমা চাওয়া আমার ঐতিহ্য।"ক্ষমা চাওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও পরোক্ষভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "বীর সাভারকরকে গালি দেওয়ার পরেও একজন নেতা ক্ষমা চাইতে প্রস্তুত নন এবং তিনি আদালতে লড়তে প্রস্তুত। মহারাষ্ট্রের জনগণের এই ধরনের নেতাদের মূল্যবোধ বোঝা উচিত।"
#WATCH | Palghar, Maharashtra: PM Narendra Modi speaks on the Chhatrapati Shivaji Maharaj's statue collapse incident in Malvan
He says, "Those who consider Chhatrapati Shivaji Maharaj as their deity and have been deeply hurt, I bow my head and apologise to them. Our values are… pic.twitter.com/oLaDLDaWbI
— ANI (@ANI) August 30, 2024