Chandrayaan-3 Photo Credit: Twitter@ANI

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ১৩ জুলাই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করতে পারে। এ নিয়ে তাঁদের  প্রস্তুতি প্রায় শেষ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে বুধবারই এল ভি এম ৩( LVM3)-এর সাথে চন্দ্রযান-৩-এর এনক্যাপসুলেটেড সমাবেশ যুক্ত করা হয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে সেই  ভিডিওটি টুইট করে এই তথ্য জানিয়েছে ইসরো (ISRO)।

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার চাঁদে অবতরণ করতে সফল হলে ভারত হবে চতুর্থ দেশ। এর আগে আমেরিকা, রাশিয়া ও চীন তাদের মহাকাশযান চাঁদে অবতরণ করেছে।

২২ জুলাই২০১৯তারিখে চন্দ্রযান-২ মিশন চালু করা হয়েছিল। প্রায় ২ মাস পরে, ৭ সেপ্টেম্বর ২০১৯, বিক্রম ল্যান্ডার, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করে ও  ব্যর্থ হয়। সেই থেকে ভারত চন্দ্রযান-৩ মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে।