Monkeypox (Photo Credit: File Photo)

কেরলের (Kerala) পর দিল্লিতে (Delhi) ধরা পড়ে মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ। দিল্লিতে বছর ৩১-এর শরীরে এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে, তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। দিল্লিতে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়তেই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, কোথা থেকে মাঙ্কিপক্সের সংক্রমণ হচ্ছে, সেই উৎসস্থল খতিয়ে দেখা হবে। মাঙ্কিপক্স যাতে কোনোভাবে না ছড়ায়, তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্ররকের তরফে।