প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লি: আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) দলীয় প্রার্থী (Candidate) কারা হবেন তা ঠিক করতে আগামী শুক্রবার ২৭ জানুয়ারি বৈঠকে বসতে চলেছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নির্বাচন কমিটি (Central Election Committee)। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Indian Prime Minister Narendra Modi)।

সংবাদসংস্থা এএনআইয়ে (ANI) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে (NewDelhi) অবস্থিত ভারতীয় জনতা পার্টির সদর দফতরে অনুষ্ঠিত হতে চলা দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (National President JP Nadda))।

শুক্রবার দুপুরে ওই বৈঠক হওয়ার আগে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিজেপির কোর কমিটির (core group) সদস্যরা আলোচনায় বসবেন বলে জানা গেছে। এই বৈঠকে থাকার কথা জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)-সহ অন্য রাজ্যের নেতারা।

বিজেপি সূত্রে খবর, প্রতিটি প্রার্থীর বিষয়ে কোর গ্রুপের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। তারপর বাছাই করা প্রার্থীদের একটি তালিকা কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে পেশ করা হবে। সেখানে বৈঠকে আলোচনার পর ঠিক হবে চূড়ান্ত তালিকা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বর্ষীয়ান যীশু, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা, বিজেপির নর্থ-ইস্ট কনভেনার সম্বিত পাত্র, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভা সাংসদ বিপ্লব দেব ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক কোর গ্রুপের পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আগামী শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ভূপেন্দ্র যাদব, বি এস ইয়েদুরাপ্পা, ভানাথি শ্রীনিবাসন, সত্যনারায়ণ জাটিয়া ও অন্য মন্ত্রী এবং সংসদীয় কমিটির সদস্যদের। থাকবেন ত্রিপুরার একাধিক বিজেপি নেতারাও। আরও পড়ুন: Delhi: মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শনী চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর ইট বর্ষণ, ক্যাম্পাসে আসল পুলিশ