Manish Sisodia (Photo Credit: File Photo)

দিল্লি, ৫ সেপ্টেম্বর: এবার বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। দিল্লির উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য এক সিবিআই (CBI) অফিসারের উপর চাপ প্রয়োগ করা হয়। চাপ নিতে না পেরে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। কেন কেন্দ্রীয়  তদন্তাকারী অফিসারদের উপর এই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে মণীশ সিসোদিয়া প্রশ্ন তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে সেই প্রশ্ন ছুঁড়ে দেন সিসোদিয়া।

 

পুলিশ সূত্রে খবর, গত ,সপ্তাহে দিল্লিতে (Delhi) নিজের বাসভবনে আত্মহত্যা করেন সিবিআই অফিসার জিতেন্দ্র কুমার। সিবিআইয়ের ডেপুটি লিগাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন জিতেন্দ্র। গত বৃহস্পতিবার দিল্লির ডিফেন্স কলোনি থানায় একটি ফোন আসে। স্থনীয় এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার পর জানা যায়, যিনি আত্মহত্যা করেছছেন তিনি সিবিআই অফিসার জিতেন্দ্র কুমার। জিতেন্দ্র আত্মহত্যার পর কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মণীশ সিসোদিয়া। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসাতে হবে বলে ওই সিবিআই অফিসারকে চাপ দেওয়াতেই, তিন আত্মহত্যা করেন বলে দাবি দিল্লির উপমুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত দিল্লিতে মণীশ সিসোদিয়ার বাড়িতে সম্প্রতি তল্লাশি শুরু করে সিবিআই। মণীশ সিসোদিয়ার বাড়ির পর তাঁর ব্যাঙ্কের লকার খুলেও পরীক্ষা করা হয়। তবে সেখান থেকেও কিছু মেলেনি বলে জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী। যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে দিল্লির আপ সরকারের তরজা শুরু হয়েছে জোর কদমে।