নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: করোনা সংক্রমণ (Corona Virus) এখন তুঙ্গে উঠেছে। এবার দেখা যাক কবে সেটা কমতে শুরু করে। মনে হচ্ছে এবার কমতে শুরু করবে। এমন কথাই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পজেটিভিটি হার ৩০ শতাংশ ছাড়িয়েছে। দিল্লিতে এখন নাইট কার্ফুর পাশাপাশি সপ্তাহান্তে কার্ফুর নিয়ম চালু হয়েছে। তবে লকডাউন হচ্ছে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দেখুন টুইট
Cases' peak has arrived, let's see when the decline begins...seems like cases have begun to slow down: Delhi Health Minister Satyendra Jain pic.twitter.com/9Vorxk0BF8
— ANI (@ANI) January 15, 2022
এদিকে, মুম্বইতে গত ৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি কোভিডে মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল। মায়ানগরীতে মোট ১৯জন কোভিডে মারা গিয়েছেন। তবে মুম্বইতে দৈনিক করোনা সংক্রমণ কমে হয়েছে ১১ হাজার ৩১৭ জন। এদিকে, ঝাড়খণ্ডের ডুমকা জেলায় ৮৪ জন স্কুল পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে। আরও পড়ুন : জানুন কলকাতা ও রাজ্যে করোনা পরিস্থিতি এখন ঠিক কেমন
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৮৪ জন। মৃত্যু হয়েছে ৪০২ জনের। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৬.৬৬ শতাংশ। দেশে বর্তমানে ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জনের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১ জন।