কলকাতা, ১৬ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদে ক্রমশই তেতে উঠছে বঙ্গভূমি (West Bengal)। শনি-রবিবারের পর সোমবারও জেলায় জেলায় অশান্তির ছবি সামনে এসেছে। সোমবারও বিক্ষোভকারীদের নিশানার তীরে রেল। সকাল থেকেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন এলাকায় বিক্ষোভের জেরে বিপর্যস্ত হয়েছে ট্রেন (Train) চলাচল। সকালে দক্ষিণ-পূর্ব শাখায় পূর্ব মেদিনীপুরের বাসুলিয়ায় সকাল ৬টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু হয়। হাওড়ার আমতা এলাকাতেও অবরোধ চলছে। সেখানে সকাল ৭টা ৫ মিনিট থেকে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, পূর্ব রেল শাখায় শিয়ালদা দক্ষিণ রুটে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। বারুইপুর-ডায়মন্ড হারবার ও বারুইপুর- লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর।
জানুন কোন কোন ট্রেনের নাম রয়েছে তালিকায়-
পূর্ব রেল শাখায় বাতিল করা হয়েছে যে ট্রেনগুলি-
১২৩৪৫ আপ হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস
দার্জিলিং মেল
উত্তরবঙ্গ এক্সপ্রেস
কাঞ্চনকন্যা এক্সপ্রেস
পদাতিক এক্সপ্রেস
যোগবাণী এক্সপ্রেস
তিস্তা-তোর্সা এক্সপ্রেস
কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
হাওড়া-কাটিহার এক্সপ্রেস
হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস
নবদ্বীপধাম-মালদা টাউন এক্সপ্রেস
আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস
কলকাতা-লালগোলা এক্সপ্রেস
হাওড়া-গুয়াহাটি এক্সপ্রেস
হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস
হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস
ভাগীরথী এক্সপ্রেস
বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস
যে ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হল-
১৩১৬১ আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস মালদা টাউন পর্যন্ত যাবে।
মঙ্গলবার যেসব ট্রেন বাতিল থাকবে-
নবদ্বীপধাম-মালদা টাউন এক্সপ্রেস
হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস
কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
তিস্তা-তোর্সা এক্সপ্রেস
হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
হাওড়া-কাটিহার এক্সপ্রেস