করিমগঞ্জ (অসম): অবৈধভাবে ভারতে আসা ৮ জন বাংলাদেশি নাগরিককে (Bangladeshi nationals) আইনিপথে (through legal procedures) তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে দিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (BSF) ও পুলিশ আধিকারিকরা (Police officials)। এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বাংলাদেশি নাগরিকরা অসমের বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্ন সময়ে বৈধ কোনও কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। শনিবার সমস্ত আইনি পদ্ধতি মেনে তাঁদের অসমের করিমগঞ্জ জেলার সুতারকান্দির আন্তর্জাতিক সীমান্ত পথে বাংলাদেশের প্রশাসনের পৌঁছে দেওয়া হয়েছে। বহুদিন পরে দেশে ফেরার আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন ওই বাংলাদেশিরা।
প্রসঙ্গত উল্লেখ্য, মাঝে মাঝেই অসমের বিভিন্ন এলাকা দিয়ে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে অনেক মানুষ। দুদেশের দালাল মারফত এভাবে যাতায়াতের ঘটনা লেগেই থাকে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অনেককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও পুলিশরা। পরে আইনি প্রক্রিয়া মেনে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়াও হয়।
BSF&Police officials deported 8 Bangladeshi nationals incl a woman through legal procedures via international border point at Sutarkandi in Assam’s Karimganj dist
The Bangladeshi nationals had entered India without valid documents from different parts of Assam at different times pic.twitter.com/omiJQtBHhD
— ANI (@ANI) October 29, 2022