অপারেশন সিঁদুরের পর বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রয়েছে। তবে এদিকে দুই দেশের মধ্যে সক্রিয় রয়েছে মাদক পাচার চক্র। সেই কারণে হামেশাই সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হচ্ছে নিষিদ্ধ মাদক। রবিবার পঞ্জাবের (Punjab) অমৃতসর এবং তারন তারান জেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে ৪টি ড্রোন। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে ১ কেজি ১৭ গ্রাম হেরোইন। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে এই ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

উদ্ধার ড্রোন ও মাদক

জানা যাচ্ছে, রবিবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে দুই জেলার সীমান্তবর্তী এলাকায় আগে থেকেই বাড়ানো হয়েছিল নজরদারি। আর তাতেই মেলে সাফল্য। তল্লাশি অভিযানে অমৃতসর জেলার রতনখুর্দ ও ধানো খুর্দ এবং তারন তারান জেলার খেমকরণ ও ডাল গ্রাম থেকে উদ্ধার হয় মোট ৪টি ডিজিআই ম্যাভিক থ্রি ক্লাসিক ড্রোন। যার মধ্যে দুটি ভাঙা ছিল। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ২টি মাদকের প্যাকেট

নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায়

যদিও এই অভিযানে স্থানীয় বাসিন্দারাও বিএসএফের সহযোগীতা করেছে। কয়েকটি জায়গায় এলাকাবাসীরাই ড্রোন দেখতে পেয়ে জওয়ানদের খবর দেয়। ইতিমধ্যে বাজেয়াপ্ত হওয়া ড্রোন ও মাদক পুলিশের হাতে তুলে দিয়েছেন জওয়ানরা। তবে এই ঘটনার পর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।