গত রবিবার, ১৫ জুন কেরলের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে (Thiruvananthapuram International Airport) ব্রিটিশ যুদ্ধবিমান F-35B লাইটনিং II জরুরি অবতারণ করে। এক সপ্তাহ হতে চলল যুদ্ধবিমানটি এখনও দাঁড়িয়ে রয়েছে কেরল বিমানবন্দরেই। নিরাপদ উড়ানের জন্যে চলছে রক্ষণাবেক্ষণের কাজ। এরই মাঝে খবর ছড়িয়েছে ব্রিটিশ F-35B লাইটনিং II যুদ্ধবিমানটি OLX-এ বিক্রি করার জন্যে দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং উন্নত যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হল ব্রিটিশ যুদ্ধবিমান F-35B লাইটনিং II। গত রবিবার ভোররাতে কেরলের বিমানবন্দরে যুদ্ধবিমানটি জরুরি অবতারণ করে। ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ানের সময়ে বিমানে জ্বালানির ঘাটতি অনুভব করেন পাইলট। তৎক্ষণাৎ অবতারণের সিদ্ধান্ত নেন তিনি এবং তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতারণ করানো হয়। সেই উন্নত যুদ্ধবিমানটি এবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ বায়ুসেনা বাহিনী।
ব্রিটিশ যুদ্ধবিমান OLX-এ বিক্রি?
ওএলএক্সে (OLX) যুদ্ধবিমানটির দাম নির্ধারণ করা হয়েছে, ৪ মিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞাপনে যুদ্ধবিমানের কয়েকটি স্পেসিফিকেশনও উল্লেখ করা রয়েছে। যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় পার্কিং, একেবারে নতুন টায়ার এবং একটি ব্যাটারি। সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছে সেই পোস্ট।
ব্রিটিশ যুদ্ধবিমান F-35B লাইটনিং II ঘিরে ভাইরাল পোস্টটিঃ
F35 for Sale on OLX at $4M
😝😝😝#Trump pic.twitter.com/8HwmpRJL0e
— Jamin (@JaminrpP) June 20, 2025
তবে জানা যাচ্ছে, ব্রিটিশ F-35B লাইটনিং II যুদ্ধবিমানটি OLX-এ বিক্রি হওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা। ভুয়ো খবর রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি OLX-এর অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনও বিজ্ঞাপন দেখা যায়নি। তাই এই বিজ্ঞাপন নিছকই গুজব ছাড়া আরও কিছুই নয়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) বর্তমানে ব্রিটিশ F-35B ফাইটার জেটটিকে পাহারা দিচ্ছে। যুদ্ধ বিমানটি নিরাপদ উড়ানের জন্যে প্রস্তুত হলেই ফিরে যাবে নিজের গন্তব্যে।