Bomb Squad In Delhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি:  দিল্লির (Delhi) সীমাপুরীতে যে পুরনো বাড়ি থেকে পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়, সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় ৩ কেজি আইইডি (IED) বিস্ফোরক। গত মাসের শেষে যখন দিল্লির গাজিপুর ফুল বাজার থেকে গত মাসে যখন যে পরিমাণ আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়, সেই একইভাবে সীমাপুরীর  (Seemapuri) ওই পুরনো বাড়িতে রাখা পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক। দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের যে কোনও জায়গায় ওই অভিযুক্ত লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লির সীমাপুরীর একটি পুরনো বাড়িতে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াতেই সেখানে পৌঁছয় দিল্লি পুলিশের বিশেষ দল। এরপর  সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলা হয়। এরপর সীমাপুরীতে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যায় এনএসজিও।

আরও পড়ুন: Bomb Scare in Delhi: দিল্লিতে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে আইইডি, ঘটনাস্থলে পৌঁছল বম্ব স্কোয়াড

সবকিছু মিলিয়ে দিল্লির সীমাপুরী ঘিরে ফেলা হয় নিরাপত্তার মোড়কে।