Arjun Rampal (Photo Credits: ANI)

বিশ্বজুড়ে মাইক্রোসফট বিভ্রাটের (Microsoft Outage) জেরে ব্যহত ব্যাঙ্ক, বিমান পরিষেবা। তথ্যপ্রযুক্তি সংস্থার কাজ প্রায় বন্ধ। শুক্রবার সকালে আচমকা কম্পিউটার, ল্যাপটপে নীল রঙের স্ক্রিন দেখে চমকে যায় ইউজাররা। পরে জানা যায়, মাইক্রোসফট উইন্ডোজ ১০-এ যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। কম্পিউটারের পরিভাষায় যাকে বলে, 'ব্লু স্ক্রিন অফ ডেথ' (Blue Screen Of Death)। এবার মাইক্রোসফট বিভ্রাটের শিকার হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। মাইক্রোসফট 'অকেজো' হয়ে পড়ায় বিমানবন্দরে চেক ইন, বুকিং পরিষেবায় ব্যহত হয়। ফলে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। স্পাইসজেট, ইন্ডিগো, আকাসা প্রমুখ বিমান সংস্থার তরফে বিবৃতি জারি করে যান্ত্রিক গোলযোগের কথা জানানো হয়েছে। শুক্রবার বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়তে হল অভিনেতা অর্জুন রামপালকেও (Arjun Rampal)।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে 'অকেজো' মাইক্রোসফট, সংস্থার দুর্গতি দেখে ঠাট্টা ইলন মস্কের

গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্যে শুক্রবার দুপুরে মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) পৌঁছন অভিনেতা। সেখানে এসে তিনি জানতে পারেন, তাঁর যে এয়ার লাইন সংস্থার বিমানে চেপে রওনা দেওয়ার কথা ছিল মাইক্রোসফট বিভ্রাটের জেরে সেই বিমান সংস্থার সার্ভিস ডাউন। ফলে অন্য একটি এয়ারলাইন সংস্থার বিমানের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাঁকে। অভিনেতা জানালেন, কী হয়েছে সঠিক ভাবে তাঁর জানা নেই। তবে সার্ভিস ডাউন থাকার কারণে অন্য একটি এয়ারলাইন সংস্থার বিমানে যেতে হচ্ছে তাঁকে।

দেখুন...