Boat Capsizes In Assam Video: অসমে ফের নৌকাডুবি, এখনও নিখোঁজ ৭, দেখুন ভিডিয়ো
Brahmaputra River (Photo Credit: ANI/Twitter)

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর:  ব্রক্ষ্মপুত্র (Brahmaputra) নদে ফের নৌকাডুবির (Boat capsizes) ঘটনা। অসমে ব্রক্ষ্মপুত্র নদের ক্যানালে ধুবরিতে নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অসমের ধুবরিতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের নিখোঁজের খবর মিলছে। বৃহস্পতিবার সকালে অসমের ধুবরিতে নৌকাডুবির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ধুবরি-ফুলবাড়ি সেতুর কাছে আচমকাই একটি নৌকা ডুবে যায়। ধুবরি-ফুলবাড়ি সেতুর কাছে ব্রক্ষ্মপুত্র নদের যে ছোট ক্যানাল রয়েছে, তা পার করতে গিয়েই নৌকাডুবির ঘনা ঘটে। ওই ক্যানালে নৌকা ডুবতেই ৭ জনের নিখোঁজের খবর মেলে। ওই নৌকায় যে ২৫ জন ছলিনে দুর্ঘটনার সময়, তার মধ্যে এখনও ৭ জনের খোঁজ মিলছে না।

আরও পড়ুন: Viral Video: ৪৫ বছর পর ন্যানিকে খুঁজে পেয়ে আবেগে ভাসলেন ব্যক্তি, দেখুন

নৌকাডুবির পরপরই উদ্ধার কাজ শুরু হয়। যদিও ওই নৌকায় থাকা ৭ জনেক খোঁজ এখনও মেলেনি।