কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ হঠাৎ বিকট শব্দ! ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল গুরুগ্রামের (Gurugram)  দৌলতাবাদ শিল্পাঞ্চল। ঘটনাটি ঘটে শনিবার। অগ্নিনির্বাপণ যন্ত্রে ব্যবহৃত ফায়ার বলের কারখানায় বিস্ফোরণের হয়। ঘটনায় মৃত কমপক্ষে ৪ জন শ্রমিক। আহত ১০ জন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিস্ফোরণের একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে। ওই ভিডিয়োতে স্পষ্ট ধরে পড়েছে বিস্ফোরণের মুহূর্ত। বিস্ফোরণের জেরে আলোকিত হয়ে ওঠে গোটা দৌলতাবাদ শিল্পাঞ্চল। রাতভর চলে এই বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২৪ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শেসমেষ আশেপাশের দমকল দফতর থেকে ইঞ্জিন আনানো হয় বলেই জানিয়েছেন দমকলের এক আধিকারিক।  দমকল আধিকারিক রমেশ কুমার বলেন, "আমরা আশেপাশের ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন নিয়ে এসেছি আগুন নিয়ন্ত্রণের জন্য।২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহৃত ফায়ার বল তৈরি হয় এই কারখানায়। আশেপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দু'জনের মৃত্যু হয়েছে এবং আহত ৩-৪ জন। তাঁদের তখনই হাসপাতালে ভর্তি করা হয়েছে।" বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত শিল্পাঞ্চল লাগোয়া বাড়িঘর। কীভাবে এমন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্তকারী দল। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দেখুন ভিডিয়ো