Electricity (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৯ অক্টোবর: অন্ধকারে ডুবতে পারে দিল্লি৷ আগামী ২ দিনের মধ্যে কয়লার পর্যাপ্ত যোগান না হলে, বিদ্যুৎ কেন্দ্রগুলিতে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে৷ তার জেরেই অন্ধকারে ডুবতে পারে রাজধানী শহরের বেশ কিছু অংশ৷ পাঞ্জাব, রাজস্থান, ওড়িশা, তামিলনাড়ুর মতো দিল্লিতেও কয়লা যোগান না হলে, অন্ধকারে ডুবে যেতে পারে রাজধানী শহরের বহু অংশ৷

দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, রাজধানী শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার যোগান নেই পর্যাপ্ত পরিমাণে৷ যে পরিমাণ কয়লা সেখানে মজুদ রয়েছে, তাতে যদি আর দুদিনের মধ্যে যোগান বাড়ানো না যায়, তাহলে অন্ধকারে ডুবে যেতে পারে দিল্লির বহু অংশ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়া হয়েছে৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুরের ঘটনার প্রতিবাদে রেল রোকো, 'মহাপঞ্চায়েত' কৃষক সংগঠনের, চড়ছে পারদ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন৷ যেখানে তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে পারে দিল্লি৷ বর্তমান পরিস্থিতির উপর তিনি নিজে নজর রেখেছেন৷ রাজধানী শহরে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয়, সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে বলে জানান কেররিওয়াল৷ পাশাপাশি বিষয়টি নিয়য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন বলেও জানান কেজরিওয়াল৷

 

কোভিড পরিস্থিতিতে যেভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল দিল্লিতে, কয়লার ঘাটতিও সেই একই ধরনের৷ কয়লার ঘাটতিকেও 'ম্যান মেড' হিসেবে অভিযোগ করা হয় কেজরিওয়াল সরকারের তরফে৷