নতুন দিল্লি, ৯ মার্চ: পশ্চিমবাংলা থেকে দিল্লি, তেলঙ্গনা, ঝাড়খণ্ড-ছত্তিশগড়। দেশের বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে অতি সক্রিয়তার পিছনে বিজেপির হাত দেখছে বিরোধীরা। ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলিকে ব্যবহার করে বিজেপি বিরোধী দলের নেতাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, থেকে আম আদমি পার্টি, বিআরএস (টিআরএস), ন্যাশানাল কনফারেন্স, এনসিপি -র মত বিরোধী দলগুলির অভিযোগ এমনই।
দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়ার গ্রেফতারিকে অন্যায় দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠিও লেখে দেশের ৯টি বিরোধী দল। মণীশ সিসোদিয়ার গ্রেফতারিকে নিয়ে মমতা, কেজরিওয়ালদের চিঠিতে দেশে স্বৈরাচার চলছে বলেও অভিযোগ করা ছিল। আর এসবের জবাব দিতে এবার আসরে নামছে বিজেপি। ইডি, সিবিআই যে নিরপেক্ষভাবেই কাজ করছে, তা মানুষকে বোঝাতে অবিজেপি শাসিত রাজ্যে আসরে নামছে পদ্মশিবির। আরও পড়ুন-ময়নাতদন্তের পর দিল্লির হাসপাতাল থেকে বেরোল সতীশ কৌশিকের মরদেহ
পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলঙ্গনা সহ দেশের ৯টি অবিজেপি শাসিত রাজ্যে ইডি, সিবিআই-য়ের অভিযান নিয়ে তাদের ওপর ওঠা অভিযোগের জবাব দিতে সাংবাদিক সম্মেলনে করবেন পদ্মশিবিরের নেতারা। এই জন্য আলাদা আলাদা রাজ্যে দিল্লি ও স্থানীয় নেতাদের বাছার কাজও চূড়ান্ত হয়ে গিয়েছে।