Tamil Nadu Assembly Passes Anti-CAA Resolution: তামিলনাড়ু বিধানসভায় পাস সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব
Tamil Nadu Assembly. (Photo Credit: PTI)

চেন্নাই, ৮ সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকার  সংশোধিত নাগরিকত্ব আইন(CAA) প্রত্যাহার করে নিক৷   বুধবার তামিলনাড়ু বিধানসভা (Tamil Nadu Assembly) এই প্রস্তাব পাস হল৷ প্রস্তাব পাসের সময় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M.K Stalin) বলেন, “ধর্ম কখনও নাগরিকত্বের মাপকাঠি হতে পারে না৷ এবং ধর্মের ভিত্তিতে কোনও আইন তৈরি হতে পারে না৷ এই সংশোধিত নাগরিকত্ব আইন শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের বিপক্ষে৷ শরণার্থীরাও মানুষ, আর যেখানে মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী সেখানে কী এই ধরনের আইনের প্রয়োজনীয়তা আছে?” প্রশ্ন তুলেছেন এমকে স্ট্যালিন৷ এদিকে এহেন প্রস্তাব পাসের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াক আউট করেন তামিলাড়ুর বিজেপি বিধায়করা৷ আরও পড়ুন-Supreme Court: এবার থেকে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে স্বাগত মহিলারাও, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাবের (Anti-CAA Resolution) বিরোধিতা করে বিজেপি বিধায়ক নাইনার নাগেন্দ্রন বলেন, এই আইন ভারতে বসবাসকারী মুসলিমদের বিরুদ্ধে নয়৷ ২০১৯ সালে কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী বিলকে (CAB) সংশোধিত নাগরিকত্ব আইনে (CAA) বদল করে দেয়৷ যাতে বলা হয়েছে, ২০১৪-র ডিসেম্বরের আগে পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্ম রক্ষার্থে ভারতে চলে এসেছে তারা ১৯৫৫-র আইন অনুসারে ভারতের নাগরিকত্ব পাবে৷