দিল্লি, ৯ সেপ্টেম্বর: ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস (Congress)। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত চলবে রাহুল গান্ধীর (Rahul Gandhi) এই যাত্রা। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরু হতেই, কংগ্রেস সাংসদের পোশাক নিয়ে কটাক্ষ বিজেপির। রাহুল গান্ধী সাদা রঙেল যে টিশার্ট পরেছেন, তার দাম ৪১ হাজার। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধীর টিশার্টের ছবি শেয়ার করে, সেখানে তার দাম নিয়ে কটাক্ষ করে বিজেপি (BJP)। ভারত জোড়ো-কে কটাক্ষ করে বিজেপি লেখে 'ভারত দেখো'।
Bharat, dekho! pic.twitter.com/UzBy6LL1pH
— BJP (@BJP4India) September 9, 2022
রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির ওই ট্যুইট নিয়ে জল্পনা শুরু হতেই পালটা ট্যুইট করে কংগ্রেস। যেখানে বিজেপিকে একহাত নিয়ে কংগ্রেস নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে লেখে, ভারত জোড়ো যাত্রায় যেভাবে সাধারণ মানুষ যোগ দিচ্ছেন, তা সহ্য হচ্ছে না বিজেপির। দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব নিয়ে কথা বলুন। যদি পোশাক নিয়ে কতা বলতে হয়, তাহলে মোদীজির (Narendra Modi) ১০ লাখি স্যুট এবং ১.৫ লাখের চশমা নিয়েও আলোচনা হোক। বিজেপি এবার বলুক তারা কী চায়। এমন প্রশ্নও তুলতে দেখা যায় কংগ্রেসকে।
अरे... घबरा गए क्या? भारत जोड़ो यात्रा में उमड़े जनसैलाब को देखकर।
मुद्दे की बात करो... बेरोजगारी और महंगाई पर बोलो।
बाकी कपड़ों पर चर्चा करनी है तो मोदी जी के 10 लाख के सूट और 1.5 लाख के चश्मे तक बात जाएगी।
बताओ करनी है? @BJP4India https://t.co/tha3pm9RYc
— Congress (@INCIndia) September 9, 2022
রাহুল গান্ধীর টিশার্ট এবং পরে মোদীজির স্যুট, কংগ্রেস, বিজেপির পোশাক বিতর্কে কার্যত সরগরম সামাজিক মাধ্যম।