JP Nadda Rally in West Bengal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি: মহিলাদের মাসিক ভাতায় ২,১০০-র জবাবে ২,৫০০-এর প্রতিশ্রুতি! লক্ষ্মীভাণ্ডারের মত দিল্লিতে চলা মহিলাদের জন্য বিশেষ ভাতায় বিজেপির ঘোষণা, তারা সরকার গড়লে মাসে আড়াই হাজার টাকা দেবে। নির্বাচনী প্রতিশ্রুতিতে কেজরিওয়াল ঘোষণা করেছেন তার দল সরকারে ফিরলে মহিলাদের মাসিক ভাতা বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা দেবে। কংগ্রেস আগেই জানিয়েছে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা দেবে। এবার বিজেপি তাদের ইস্তেহারে ঘোষণা করল তারা মহিলাদের মাসে আড়াই হাজার টাকা দেবে। মহারাষ্ট্রে বিজেপির বড় জয়ের পিছনে মহিলা ভাতা (লাডলি বেহনা যোজনা)-র বড় ভূমিকা ছিল। দিল্লি ভোট বুঝিয়ে দিল, আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 'লক্ষ্মীভাণ্ডার'-এ কে কত টাকা বাড়ায় সেটার ওপরই হতে চলেছে।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৭ ফেব্রুয়ারি।  কেজরিওয়াল, কংগ্রেসের থেকে অনেকটা দেরীতে দিল্লি বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে বিজেপির ইস্তেহার প্রকাশ করে বড় বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানালেন। 'মহিলা সমৃদ্ধি যোজনা' র অধীনে দিল্লির প্রতিটি মহিলাকে মাসে আড়াই হাজার টাকা দেওয়ার পাশাপাশি বিজেপির ইস্তেহারে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি হল- অন্ত:সত্ত্বাদের ২১ হাজার টাকার বিশেষ ভাতা, গরীব মানুষদের এলজিপি সিলিন্ডারে ৫০০ টাকার ভর্তুকি, হোলি এবং দিওয়ালিতে একটি করে সিলিন্ডার বিনামূল্যে। প্রবীন নাগরিকদের ৫ লক্ষ টাকার অতিরিক্ত স্বাস্থ্য বিমা। প্রথম সন্তানের জন্য ৫ হাজার ও দ্বিতীয় সন্তানের জন্য ৬ হাজার টাকা। দিল্লির প্রতিটি বস্তিতে অটল ক্যান্টিন চালু করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আপ সরকারের প্রতিটি দুর্নীতি পূর্ণাঙ্গ তদন্তের কথাও বলা হয়েছে বিজেপির ইস্তেহারে।

দিল্লির ইস্তেহারে বড় ঘোষণা বিজেপির

 

এখনও পর্যন্ত দিল্লিতে বিজেপি ৭০টি-র মধ্যে ৫৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে এখনও পর্যন্ত কোনও হেভিওয়েট নাম, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীদের প্রার্থী করেনি বিজেপি। দিল্লিতে গত দুটি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীদের প্রজেক্ট করে লড়ে ভরাডুবি হয়েছিল পদ্ম-শিবির। এবার সম্ভবত বিজেপি কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। ২৭ বছর ধরে দিল্লিতে বিজেপি ক্ষমতায় নেই। গত তিনটি লোকসভায় দিল্লিতে সব কটি আসনে জিতলেও গত দুটি বিধানসভায় দু অঙ্কের আসন ছুঁতে পারেনি।