ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই রাজস্থান ও মধ্যপ্রদেশ বিধানসভায় বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় প্রথম দফার প্রার্থী তালিকায় ৪১ জনের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। আর মধ্যপ্রদেশে চতুর্থ দফায় ৫৭ জন প্রার্থীর নাম জানাল বিজেপি। মোট ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি তিন দফায় মোট ১৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল। মধ্যপ্রদেশে বিজেপির আর ৯৫টি আসনে প্রার্থী ঘোষণা বাকি থাকল। আর দু'একদিনের মধ্যে মধ্যপ্রদেশে একসঙ্গে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস।
মধ্যপ্রদেশে বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকায় নাম থাকল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। প্রথম তিনটি দফায় শিবরাজের নাম প্রার্থী তালিকায় না থাকায় জোর জল্পনা চলছিল তাঁকে হয়তো এবার আর হয়তো দাঁড় করানো হবে না শিবরাজকে। কিন্তু সব জল্পনা উড়িয়ে শিবরাজকে তাঁর নিজের গড় বুধনিতেই দাঁড় করানো হল। বুধনি থেকে গত চারটি বিধানসভা নির্বাচনে জিতেছেন শিবরাজ। তিনবারের মুখ্যমন্ত্রী শিবরাজকে এবার আর মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ছে না পদ্মশিবির।
গত ২৯ সেপ্টেম্বর, মধ্যপ্রদেশে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ফাগ্গান সিং কুলাস্ত সহ ৩ কেন্দ্রীয় মন্ত্রী ও ৪জন সাংসদের নাম ছিল। অভিজ্ঞ নেতা কৈলাস বিজয়বর্গীরও নাম ছিল দ্বিতীয় দফার প্রার্থী তালিকায়। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বেশ চাপে বিজেপি। সেখানে কমলনাথের নেতৃত্বে ভাল জায়গায় আছে কংগ্রেস। অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক, সমীক্ষাকরা তেমন কথাই বলছেন।
রাজস্থানে কংগ্রেস সরকারকে সরিয়ে ক্ষমতায় আসতে বিজেপি এবার হাইপ্রোফাইল নেতাদের ভোটে দাঁড়া করাচ্ছে। মধ্যপ্রদেশের মতই রাজস্থানেও হাই প্রোফাইল সাংসদদের বিধানসভা ভোটে দাঁড় করাচ্ছে বিজেপি। অলিম্পিক পদকজয়ী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোরকে রাজস্থানের ঝোটওয়ারা থেকে দাঁড় করালেন অমিত শাহ, জেপি নাড্ডা-রা। রাজস্থানে অশোক গেহলট-সচিন পাইলটের মধ্যে চলা দ্বন্দ্ব কংগ্রেস নেতৃত্ব সামলে দিতে পারায়, মরুরাজ্যে হাত শিবিরের ক্ষমতা ধরে রাখা নিয়ে আশা বাড়ছে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিধানসভা নির্বাচন হবে যথাক্রমে ১৭ ও ২৩ নভেম্বর। পাঁচ রাজ্যে হতে চলা নির্বাচনে সবার আগে ছত্তিশগড় ও মিজোরামে ভোটগ্রহণ হবে এক দফায় ৭ নভেম্বর। এরপর মধ্যপ্রদেশ ও রাজস্থানে মিটে গেলে তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন হবে ৩০ নভেম্বর। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।