Photo Credits: ANI

বেঙ্গালুরুতে যখন বিরোধী জোটের বৈঠক, তখনই দিল্লিতে এনডিএ-র দলগুলিকে নিয়ে বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার শরিক দলগুলিকে গুরুত্ব দিতে চান নাড্ডা। কর্ণাটকে ভোটে ধাক্কা খাওয়ার পর এনডিএ-কে গুরুত্ব দিয়ে শরিকদের নিয়ে বৈঠকে বসছে বিজেপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার ডাকা এনডিএ-র বৈঠকে উপস্থিত থাকছেন একনাথ শিন্ডে (শিবসেনা), অজিত পাওয়ার (এনসিপি), অনুপ্রিয়া প্যাটেল (আপনা দল), রামদাস আটওয়ালে (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া)-রা। তবে দীর্ঘদিনের শরিক থাকার পর বিচ্ছেদ হয়ে যাওয়া শিরোমণি আকালি দলকে এই বৈঠকে ডাকা হচ্ছে না।

পাশাপাশি ডাকা হচ্ছে না তামিলনাড়ুর পদ্ম শরিক এআইএডিএমকে প্রধান এড্ডাপাডি পালানিস্বামীকেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ তামিলনাড়ুতে তিনি বিজেপি ভাঙছেন। গত কয়েক দিন তামিলনাড়ু বিজেপির বেশ কয়েক বড় নেতাকে এআইএডিএমকে-তে নিয়েছেন।

প্রয়াত এলজিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানকে এনডিএ-র বৈঠকে ডাকা হল। রামবিলাসের মৃত্যুর পর এলজিপি এখন দ্বিখণ্ডিত। রামবিলাসের ভাই পশুপতি কুমার পরশ এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন।

পশুপতির পাশাপাশি চিরাগকে গুরুত্ব দিয়ে ২০২৪ লোকসভায় ঝাঁপাতে চাইছে বিজেপি। পাশাপাশি নাড্ডা চিঠি লিখে আমন্ত্রণ জানালেন সদ্য নীতীশ কুমারের শিবির ছেড়ে আসা হিন্দুস্থান আওয়াম মোর্চার প্রধান জিতেন রাম মাঝিকেও।

দেখুন টুইট

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনের আগে ইউনিফর্ম সিভিল কোড সহ বিভিন্ন ইস্যুতে এনডিএ দলগুলির বৈঠক হবে।