Photo Credits: ANI

দিল্লিতে বিজেপির সদর দফতরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi। বিরোধীদের আক্রমণ থেকে দলের সাফল্য নিয়ে বড় দাবি। বিজেপি-র সদর দফতর উদ্বোধনী অনুষ্ঠানে অনেক কথাই বললেন মোদী।

দেখে নিন মোদী কোন কোন ইস্য়ুতে কী বললেন-

বিরোধীদের নিয়ে: আমাদের দেশে মজবুত সাংবিধানিক ভিত্তি আছে। তাই ভারতকে আটকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিলেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে আক্রমণ করা হচ্ছে। এমনকী আদালতের ওপরেও প্রশ্ন তোলা হচ্ছে। কোনও কোনও দল 'দুর্নীতিগ্রস্থদের বাঁচাও অভিযান'শুরু করেছে।

দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে: সাত দশক পর এই প্রথম দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেভাবে দুর্নীতি বিরোধী অভিযান চলছে, তাতে কিছু লোক হতাশ আর ক্ষুব্ধ। কিন্তু আমাদের কিছু করার নেই, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবেই। তাতে বিরোধীরা আমাদের বিরুদ্ধে যতই মিথ্যা অভিযোগ করুক। আরও পড়ুন-এবার রাহুলের বিরুদ্ধে FIR দায়েরের পথে সাভরকরের নাতি

দলের সাফল্য নিয়ে- আমার দেশের অনেক রাজ্যে ৫০ শতাংশের বেশী ভোট পেয়েছি। আমরা এখনই দেশের একমাত্র প্যান-ইন্ডিয়া দল। দেশের সব জায়গাতেই এখন পরিবার দ্বারা চালিত দল চলছে, বিজেপিই সেখানে সারা ভারত জুড়ে থাকা রাজনৈতিক দল।

দেখুন ভিডিয়ো

দলের লড়াই নিয়ে- ১৯৮৪ লোকসভা নির্বাচনের পর আমাদের পার্টি কার্যত শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা আশা ছাড়িনি। লড়াই চালিয়ে গিয়েছি, মানুষের পাশে থেকেছি। আমরা মানুষের হয়ে কাজ করে যাবো।

দলের লক্ষ্য নিয়ে- বিজেপি এখন আর শুধু বিশ্বের বৃহত্তম দল নয়। সঙ্গে বিজেপি ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে চলা দল। আমাদের একমাত্র লক্ষ্য আধুনিক ও উন্নত ভারত গড়ে তোলা।