
পাটনা, ১০ মার্চ: শুক্রবার হোলি (Holi)। তাই ওদিন মুসলিম (Muslim) সম্প্রদায়ের মানুষরা ঘরেই থাকুন। এমনই মন্তব্য করলেন বিহারের (Bihar) এক বিধায়ক। বিহারের বিজেপির (BJP) ওই বিধায়ক হোলির প্রসঙ্গ টেনে বলেন, রোজার মাসে শুক্রবার অর্থাৎ জুম্মবারে হোলি পড়েছে। তাই রংয়ের উৎসবের দিন মুসলিমরা ঘরেই থাকুন। হরিভূষণ ঠাকুর নামে বিজেপির ওই বিধায়ক বলেন, বছরে ৫২টি জুম্মবার আসে। অথচ হোলি আসে মাত্র একবার। তাই রংয়ের উৎসবে হিন্দুদের মেতে উঠতে দিন। ওইদিন রং লাগলে যদি সমস্যা হয় কোনও মুসলিম সম্প্রদয়ের মানুষের, তাহলে তিনি ঘরে থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে রংয়ের উৎসব নিয়ে কোনও সমস্যা থাকলে, তাঁর ঘরে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শুনুন কী বললেন বিজেপি বিধায়ক...
Haribhushan Bachaul:
"52 Jummas happen, but Holi happens once. Muslims should SIT AT HOME.
~ If they come out, they should show a big heart and not protest on colors."
Media is calling it a "Controversial statement". What's wrong?pic.twitter.com/aUp2byK80C
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) March 10, 2025
আরও পড়ুন: Video: 'জুম্মা বছরে ৫২বার আসে, হোলি আসে একবার', বিতর্ক জুড়লেন পুলিশ আধিকারিক
বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে জোর শোরোগল শুরু হলে পালটা মুখ খোলেন তেজস্বী যাদব। আরজেডি নেতা তেজস্বী যাদব প্রশ্ন তোলেন, যে বিজপি নেতা এই কথা বলেছেন, বিহার তাঁর বাবার রাজ্য? কে তিনি? শুধু তাই নয়, বিজেপি বিধায়ক কীভাবে এই ধরনের মন্তব্য করেন বলেও প্রশ্ন তোলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
এরপরই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন তেজস্বী যাদব। বলেন, বিহারে যদি কোন দলিত মহিলা নিজের অধিকারের কথা বলেন, তাহলে তাঁকে ধমকে চুপ করিয়ে দেন নীতিশ। অথচ বিজেপি বিধায়ক এত বড় কথা বললেন, তাঁকে বকার ক্ষমতা কি মুখ্যমন্ত্রীর নেই বলে প্রশ্ন তোলেন তেজস্বী যাদব।