চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগেই ভুয়ো ভোটারদের আলাদা করতে চাইছে নির্বাচন কমিশন। সেই কারণে নিবিড় ভোটার তালিকা সংশোধন করতে চাইছে কমিশন। আর তাতে বাধ সাধছে বিরোধীরা। এই প্রক্রিয়া বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সেগুলি সম্মিলিতভাবে বুধবার শুনানি হয় আদালতে। আপাতত এই সংশোধন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। তবে সংশোধন চলাকালীন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার সুপারিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালতের এও প্রশ্ন, কেন নির্বাচনের আগেই সংশোধনের কাজ শুরু করল কমিশন।
বিরোধীতায় সুপ্রিম কোর্ট
আদালতে আজকের শুনানি প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, "জাতীয় নির্বাচন কমিশনকে অপব্যবহার করা বিজেপির যে পরিকল্পনা ছিল, তৃণমূল তার বিরোধীতা করেছে। এমনকী সুপ্রিম কোর্টে এই নিয়েও কথা হয়েছে যে শুধু আধার কার্ডকে মান্যতা দিলে হবে না, ভোটার কার্ড ও রেশন কার্ডকেও গ্রহণ করতে হবে। বিজেপি ভোটার লিস্টে পরিকল্পিতভাবে কারসাজি করার চেষ্টা করছে। এখন বিহারে এসব করলেও তাঁদের আসল টার্গেট বাংলা। তবে বাংলায় এসব সফল হবে না। বিজেপির কোনও চালই সফল হবে না"।
দেখুন কুণাল ঘোষের বক্তব্য
Kolkata, West Bengal: On Bihar voter list revision, TMC leader Kunal Ghosh says, "The survey being conducted was part of the BJP’s plan to misuse the Election Commission, they were plotting it. The Trinamool Congress has opposed this. In the Supreme Court, where the importance of… pic.twitter.com/OlLthPSVn9
— IANS (@ians_india) July 10, 2025
পরবর্তী শুনানি কবে?
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয়। এথানে আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত প্রামাণ্য নথি নিয়ে সার্ভে করতে বলা হয়েছে কমিশনকে। তবে কেন নির্বাচনের আগে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে এর জবাব ২১ জুলাইয়ের মধ্যে কমিশনকে দিতে বলেছে সুপ্রিম কোর্ট।