বুধবারই মহারাষ্ট্র (Maharashtra) ও ঝাড়খণ্ডে (Jharkhand) বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। আর নির্বাচন শেষ হতেই বুথ ফেরত সমীক্ষায় মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। বেশিরভাগ জায়গাতেই কে এগিয়ে রাখছে সমীক্ষাগুলি। তবে এই এক্সিট পোল নিয়ে বিশেষ চিন্তিত নয় বিজেপি (BJP) নেতৃত্ব। অতীতে হরিয়ানা নির্বাচনে দেৎা গিয়েছিল এই সমীক্ষাকে ভুল প্রমাণিত করে সরকার গড়েছে বিজেপি। এবারেও তার অন্যথা হচ্ছে না বলে দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)।
তাঁর মতে, "হরিয়ানার মতোই এই দুই রাজ্যেও বিজেপি সরকার গড়তে চলেছে। আর এর অন্যতম কারণ হচ্ছে উন্নয়ন। এই উন্নয়ন বাংলার অলিতে গলিতে দাঁড়িয়ে থাকে না। বরং এটা হচ্ছে আসল উন্নয়ন। একদিকে পশ্চিমবঙ্গের মানুষরা আবাস যোজনার বাড়ি পাচ্ছে না। তার জায়গায় তৃণমূলের নেতারা বাড়ি তৈরি করে ফেলছে। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আবাস যোজনার ঘর, উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস, জল, শৌচালয় সবই পাচ্ছে। এই উন্নয়ন চায় বাকি রাজ্যের মানুষগুলিও। এর থেকেও সবথেকে বড় বিষয় হল নারী সুরক্ষা। প্যালেস্তাইন, ইউক্রেনের মতো দেশগুলিতে যে অবস্থা হয়েছে, সেখানে ভারত চায় মজবুত সরকার। তাই প্রতিটি রাজ্যের মানুষই বিজেপিকে সমর্থন করছে"।
#WATCH | Kolkata, West Bengal: BJP leader Agnimitra Paul says, "We (BJP) formed the government in Haryana and our government will be formed in Jharkhand and Maharashtra too...The reason behind it is development...In West Bengal, the poor people don't get homes only the TMC… pic.twitter.com/U9l6LCld6c
— ANI (@ANI) November 21, 2024