ইম্ফল: মনীপুরের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কোনও দলের সঙ্গে জোট না করে, বিজেপি মনীপুরে একাই লড়ছে। এক সঙ্গে রাজ্যের ৬০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল রাজ্য তথা কেন্দ্রের শাসক দল। প্রার্থী বাছাই নিয়ে বড় বিক্ষোভের মুখে শাসক দল বিজেপি। প্রার্থী না হতে পারে দল ছাড়েন তারকা নেতা লোউরেমবাম সঞ্জয় সিং। প্রার্থী বাছাইয়ে পুরো কর্মীদের গুরুত্ব দিয়েছে বিজেপি। মনীপুরে দু দফায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ফল ঘোষণা ১০ মার্চ।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং লড়ছেন হেনিংগাং কেন্দ্র থেকে। ২০০২ সাল থেকে তিনি এই কেন্দ্রের বিধায়ক। কিন্তু ২০০২ সাল থেকে রাজনীতিতে আসা প্রাক্তন ফুটবলার বীরেন সিং কখনও একই দলের হয়ে দু বার ভোটে দাঁড়াননি। ২০০২-তে তিনি মনীপুর বিধানসভা নির্বাচনে হেনিংগাং কেন্দ্রে থেকে লড়ে জিতেছিলেন ডেমোক্রেটিক রিভোলোসিনারি পিপলস পার্টির হয়ে।
দেখুন টুইট
The Central Election Committee of BJP has decided the following names for the ensuing General Elections to the Legislative Assembly of Manipur. pic.twitter.com/K4AXOGoHIW
— BJP (@BJP4India) January 30, 2022
২০০৭ ও ২০১২ বিধানসভায় জেতেন কংগ্রেসের টিকিট। আর ২০১৭ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তবে ২০১৭ সালে হেনিংগঞ্জ থেকে বিরোধীদের ভোট ভাগাভাগির সুবাদে জেতেন তিনি। সেই ভোটে বীরেন সিং পেয়েছিলেন ১০ হাজার ৪৩৯টি বোট। সেখানে তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পানজিজাম সরতচন্দ্র সিং পান ৯,২৩৩টি ভোট, আর তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ৭,২৩৯টি ভোট।
ফলে দু কংগ্রেসের ভোট মিললে হেরে যেতেন বীরেন সিং। গত পাঁচ বছরে রাজ্যের জন্য বেশ কিছু ভাল কাজ করলেও, তার সরকারের বিরুদ্ধে আম জনতার ক্ষোভ রয়েছে। গোবরে করোনা সারে না এমন খবর লেখায় সাংবাদিককে জেলে পাঠিয়ে দেশজুড়ে বিতর্কের মুখে পড়েন বীরেন সিং। ২০১৭ বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে ২৮টি আসনে জিতেছিল। বিজেপি পেয়েছিল ২১টি আসন, তৃণমূল জিতেছিল ১টিতে। কিন্তু ১০টি আসনে জেতা নির্দল আর কংগ্রেসের ঘর ভাঙিয়ে প্রথমবার রাজ্যে সরকার গড়ে বিজেপি।