Nitish Kumar, Amit Shah (Photo Credit: Twitter)

 পটনা, ৯ অগাস্ট: দলভাঙানোর চেষ্টা করার অভিযোগ তুলে বিজেপি-র সঙ্গ ছাড়লেন নীতীশ কুমার। এবার ২০১৫-র মত ফের বিহারে জেডিইউ, আরজেডি, কংগ্রেস, বামদলগুলি মিলে মহাগঠবন্ধন (মহাজোট) করে সরকার গড়তে পারে। ২০১৫-র মত মহগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হতে পারেন নীতীশ কুমার, আর উপমুখ্যমন্ত্রী হতে পারেন তেজস্বী যাদব। বিজেপি-র সঙ্গ ছাড়া মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আরজেডি। কংগ্রেসও জানিয়ে দিল যে কোনও ধর্মনিরপেক্ষ অবিজেপি দলকে সমর্থন জানাবে তারা। আরজেডি-র প্রধান তেজস্বী জানালেন ১৬০জন বিধায়কের সমর্থন তাদের কাছে আছে।

যেখানে বিহারে সরকার গড়তে হলে দরকার ১২২ জনব বিধায়কের সমর্থন। এবার বিজেপি অর্থ দিয়ে বা অনৈতিক উপায়ে তাদের শিবিরে ভাঙন ধরাতে চাইলে যোগ্য জবাব দেওয়া হবে। এমনকী বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা হলেও প্রতিবাদ হবে বলে তেজস্বী জানিয়েছেন। আরও পড়ুন-'লালুকে ছাড়া চলবে না বিহার', নীতিশ বিজেপি থেকে সরতেই ভাইরাল ভিডিয়ো

দেখুন টুইট

২০২০ বিহার বিধানসভা নির্বাচনে মোট ২৪৩টি আসনের মধ্যে তেজস্বী যাদবের আরজেডি জিতেছিল ৭৫টি, বিজেপি ৭৪টি, নীতীশের জেডিইউ ৪৩টি, কংগ্রেস ১৯টি আসনে। এনডিএ-র দুই দল বিকাশ কিষাণ পার্টি ও হিন্দুস্থানী আওয়ামি মোর্টার মোট ৮জন বিধায়ক আছে। ১২৫জন বিধায়কের সমর্থন বিহারে সরকার গড়ে এনডিএ। বিজেপি-র থেকে অনেক কম আসন পেলেও নরেন্দ্র মোদী-অমিত শাহ-র ইচ্ছায় জেডিইউ প্রধান নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হিসেবে ফেরেন।  সেখানে বিহারের মহাগঠবন্ধনে আরজেডি-কংগ্রেস মিলিয়ে ৯৪জন ছাড়াও বাম দলগুলির আছে ১৬জন বিধায়ক।

দেখুন টুইট

বিহারে তৃতীয় ফ্রন্ট হিসেবে বিএসপি, আরএলসপি, লোকজনশক্তি পার্টি-র ৭জন বিধায়ক আছে। সরকার গড়তে চাই ১২২ জন বিধায়কের সমর্থন। এবার নীতীশের দলের ৪৩জন বিধায়ক আরজেডি-কংগ্রেসের মহাগঠবন্ধনে এলে নিশ্চিতভাবেই সরকার গড়বেন নীতীশ-তেজস্বী-রা।