Adhir Ranjan Chowdhury (Photo Credit: X)

Bihar Election Star Campaigners List Congress : আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তারকা প্রচারক (Star Campaigners)-দের নামের তালিকা প্রকাশ করল কংগ্রেস। বিহারে প্রথম দফার নির্বাচনের (Bihar Elections 2025) জন্য হাত শিবিরের ৪০ জনের তারকা প্রচারক তালিকায় দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র মত হেভিওয়েটরা রয়েছেন। রাহুল, প্রিয়াঙ্কাদের সঙ্গে তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন বহরমপুরের এক সময়ের বেতাজ বাদশা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhary)-ও। বহরমপুরে সিংহাসন হারালেও বিহারে কংগ্রেসের তারকা প্রচার তালিকায় অধীরই বাংলার একমাত্র মুখ। লোকসভা ভোটে হেরে গিয়ে নিজেকে দলের থেকে কিছুটা দূরত্ব তৈরি করলেও অধীরকে যে কংগ্রেস হাইকমান্ড অনেক গুরত্ব দেয় তা আরও একবার প্রমাণ হল। বিহারে কংগ্রেসের তারকা প্রচারক তালিকায় রয়েছেন কানাহাইয়া কুমার, অলকা লাম্বা, সচিন পাইলট, গৌরব গগৈর মত তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নেতারা।

তারকা প্রচারক তালিকায় রয়েছেন কানহাইয়া কুমার, পাপ্পু যাদব, সচিন পাইলট, গৌরব গগৈ

গত বছর লোকসভা নির্বাচনে পূর্ণিয়া থেকে নির্দল হয়ে জিতে পরে ফের কংগ্রেসে যোগ দেওয়া পাপ্পু যাদবও কংগ্রেসের তারকা প্রচারক হিসেবে রয়েছেন। আরজেডি নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে, মহাগঠবন্ধনের অধীনে কংগ্রেস এখনও পর্যন্ত মোট ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় আরজেডি-র সঙ্গে ১০ থেকে ১২টি আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই হচ্ছে কংগ্রেসের। তবে তেজস্বীর সঙ্গে যৌথ নির্বাচনী জনসভা করতে দেখা যেতে পারে রাহুল গান্ধীকে।

দেখুন বিহারে কংগ্রেসের তারকা প্রচারক তালিকা

তালিকায় নেই ডিকে শিবকুমরা, রেভান্ন রেড্ডির মত দক্ষিণ ভারতের কংগ্রেসী হেভিওয়েটরা

পাশাপাশি বিহার ভোটে কংগ্রেসের তারকা প্রচার তালিকায় রয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উত্তরপ্রদেশের প্রদেশ সভাপতি অজয় রাই, মধ্যপ্রদেশের প্রদেশ সভাপতি জিতু পটওয়ারিও। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, দলের অভিজ্ঞ নেতা দ্বিগ্বিজয় সিং, শাকিল আহমেদ-রা। গুজরাটে দলের প্রাক্তন সভাপতি জিগনেশ মেভানিকেও বিহারে তারকা প্রচারক হিসাবে রেখেছে কংগ্রেস। কিন্তু দক্ষিণ ভারতের দাপুটে দুই নেতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে তারকা প্রচারক হিসাবে রাখেনি হাত শিবির।

৬ ও ১১ নভেম্বর বিহার বিধঝানসভার ভোটগ্রহণ, ফলপ্রকাশ ১৪ নভেম্বর

আগামী বিহারে দু দফার ভোটে প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর। প্রথম দফায় ভোটপ্রচারের শেষ দিন ৩ নভেম্বর। এর মধ্যে বিহারে একের পর এক জায়গায় নির্বাচনী জনসভা করবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-রা।