Nitish Kumar and Narendra Modi (Photo Credits: X)

Bihar Election Results 2025: বিহারে বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় ফেরার পথে নরেন্দ্র মোদী (Narendra Modi)-নীতীশ কুমার (Nitish Kumar)-দের জোট। পুরোপুরি ভরাডুবির পথে বিরোধীদের মহাগঠবন্ধন জোট (Mahagathbandhan)। মহারাষ্ট্র, দিল্লির পর এবার বিহারেও বড় জয়ের পথে এনডিএ। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এখনও পর্যন্ত ১৯১টি-তে এগিয়ে মোদী-নীতীশ- চিরাগ পাসোয়ানের এনডিএ, সেখানে মাত্র ৪৯টি-তে এগিয়ে রয়েছে আরজেডি, কংগ্রেস, বামেদের মহাগঠবন্ধন জোট। মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে প্রশান্ত কিশোরের জনসূরয পার্টি। গ্রামাঞ্চলে পুরোপুরি দাপট বিজেপি ও জেডি (ইউ)-য়ের। অনেক আরজেডি প্রভাবিত অঞ্চলেও এবার পদ্ম ফুটছে। কংগ্রেসের হাল একেবারেই খারাপ। বামেদের ফলও খারাপের পথে। গতবারের চেয়ে ভাল ফল করতে চলেছে বিজেপি ও জেডি (ইউ)। বুড়ো হাড়ে নির্বাচনী মঞ্চে ভেল্কি দেখাচ্ছেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক এবারও বিহারে অব্যাহত। গণনারু শুরুতে আরজেডি বেশ কয়েকটি আসনে এগিয়ে থাকলেও, গণনা যত এগোয় ক্রমশ পিছনে পড়ে যান তেজস্বী যাদবরা। একের পর এক আসন থেকে আসছে বিজেপি, জেডি (ইউ) প্রার্থীদের এগিয়ে থাকার খবর।

একের পর এক আসন থেকে আসছে এনডিএ প্রার্থীদের এগিয়ে থাকার খবর

তেজস্বী যাদব, সম্রাট চৌধুরীর মত হেভিওয়েট প্রার্থীর তাদের আসনে এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় চমক মহুয়া আসনে প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন লালুপ্রসাদ যাদবের তেজ্যপুত্র তথা আরজেডি থেকে বিতাড়িত হয়ে নিজের দল খুলে ভোটে লড়া তেজপ্রতাপ যাদব। একটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্রশান্ত কিশোরের দলের প্রার্থী। বিহারে প্রাথমিক ভোট গণনার শেষে আরজেডি ৫৯টি, বিজেপি ৫৭টি, জেডি(ইউ) ৪৩, কংগ্রেস ৭ ও অন্যানরা ৫টি আসনে এগিয়ে রয়েছে।

দেখুন বিহারের ফল

এবার বিহারে রেকর্ড ভোট পড়ে

গত ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভায় দু দফায় মোট ২৪৩টি আসনে ভোট হয়। বিহারে মোট ৬৯ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। বিহারে এর আগে কোনও নির্বাচনে এত ভোট পড়েনি। SIR-চালু হওয়ার পর বিহারে এটাই প্রথম ভোট। বিরোধীদের দাবি, ভোটার তালিকা থেকে বহু ন্যায্য নাম বাদ দিয়ে ভোটে বিজেপি ও এনডিএ-কে সুবিধা করে দেওয়া হয়েছে।