Darbhanga Vidhan Sabha seat in Bihar (Photo Credits: File Image)

আরজেডি (RJD) প্রার্থী অমর নাথ গামিকে হারিয়ে দ্বারভাঙ্গা বিধানসভা কেন্দ্র (Darbhanga) থেকে জয়ী বিজেপির প্রথম প্রার্থী সঞ্জয় সারোগী (Sanjay Saraogi)। বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন তিনি। করোনা-আবহেই বিহারে বিধানসভা নির্বাচন হয় তিন ধাপে। ২৮ অক্টোবর ৭১ টি আসনে ভোটগ্রহণ হয়, দ্বিতীয় ধাপে ৩ নভেম্বর ৯৪ টি আসনে এবং ৭ নভেম্বর ৭৮টি আসনে ভোট। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। বেলা যত গড়াচ্ছে, তত সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে বিজেপি। আরও পড়ুন: Bihar Assembly Elections Results 2020 Live News Updates: বিহার বিধানসভা ভোটের লাইভ ফলাফল, ম্যাজিক ফিগার টপকে গেল এনডিএ, দ্বারভাঙা আসনে জয়ী বিজেপি প্রার্থী সঞ্জয় সারোগী

২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি-র ওম প্রকাশ খেড়িয়াকে ৭ হাজার ভোটে হারিয়ে বিজেপির হয়ে জয় ছিনিয়ে এনেছিলেন সঞ্জয় সারোগী। ২০১০-র নির্বাচনেও দ্বারভাঙা আসন থেকে জয় ছিনিয়ে এনেছিলেন সঞ্জয়। আরজেডির সুলতান আহমেদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে আরজেডি নেতা অমরনাথ গামির বিরুদ্ধে জয়ী হলেন তিনি।

বিহারে এনডিএ জোট নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে নির্বাচনে লড়ে। অন্যদিতে মহাজোটে তেজস্বী যাদবকে করা হয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তবে এলজেপি-র প্রধান চিরাগ পাসওয়ান জোটে না গিয়ে একাই এই নির্বাচনে লড়েন। দুপুর দেড়টা পর্যন্ত ১ কোটি আসনে ভোটগণনা হয়েছে। মাঝরাত অবধি গড়াবে এই নির্বাচনের ভোটগণনা।