বিহারের বিধানসভা (Bihar Assembly Election 2025) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিহার নির্বাচন নিয়ে যে উত্তাপ বাড়ছে, তা স্পষ্ট। এবার বিহার নির্বাচন নিয়ে মুখে খুলেন বিজেপির তারকা সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। তিনি বলেন, মহাগাঁটবন্ধন মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাঙ্ক হিসেবে ধরে। তবে এনডিএ (NDA) তা করে না। মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নতি কীভাবে হবে, তা নিয়েই সব সময় চিন্তা করে এনডিএ। মুসলিমদের উন্নতি কীভাবে হবে, সেই চিন্তা থাকে সর্বক্ষণ এনডিএর মাথায়।
শুনুন মনোজ তিওয়ারি কী বললেন...
VIDEO | Bihar Polls 2025: BJP MP Manoj Tiwari (@ManojTiwariMP) says, "Mahagathbandhan considers Muslims as their 'vote bank'; it's NDA which thinks about welfare of Muslims."
(Full video available on PTI Videos –https://t.co/n147TvqRQz)#BiharElections2025… pic.twitter.com/N9Wvz0gd9j
— Press Trust of India (@PTI_News) October 24, 2025