Narendra Modi, Xi Jinping (Photo Credit: X)

দিল্লি, ৬ অগাস্ট: এবার চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনে থাকবেন প্রধানমন্ত্রী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের (SCO) বৈঠকে হাজির হতেই চিন সফরে যাচ্ছেন মোদী (Narendra Modi)। লাদাখে (Ladakh) চিন (China) এবং ভারতীয় (India) সেনাদের মুখোমুখি বিতর্ক এবং লড়াইয়ের পর এই প্রথম বেজিং সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।

যদিও ২০২৪ সালের ব্রিকস সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় নরেনদ মোদীর। ব্রিকস সেবার কাজ়ানে বসে। আর সেখানেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়। তবে বেজিং সফরে যাননি ভারতের কেউ। এবার ৬ বছর পর চিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত ২০২৪ সালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়, ওই সময়ও দুই দেশের শান্তি, সুস্থিতির কথা উঠে আসে, তাঁদের আলোচনায়। এমনকী দুই দেশের সীমানায় যাতে উপযুক্ত টহলদারির ব্যবস্থা করা হয়, সে বিষয়ে শি-এর সঙ্গে মোদীর আলোচনা হয় বলে জানা যায়।

২০১৯ সালের ঘটনার পর ৬ বছরের মাথায় ভারত এবং চিন একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করতেই দুই দেশের রাষ্ট্রপ্রধান দেখা করে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

আর এসবের মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত শুল্ক বৃদ্ধির চাপ। ফলে ট্রাম্পের ক্রমাগত হুমকির মাঝে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ভারত এবং চিন কি ফের একে অপরের কাছে আসবে, তা নিয়েজোর জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।