Bhiwandi: মুম্বই শহরতলিতে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা বিল্ডিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ২
চলছে উদ্ধারকাজ। (Photo Credits: ANI)

ভিওয়ান্ডি, ২৪ অগাস্ট: Bhiwandi: 2 Dead, Several Feared Trapped After Four-Storey Building Collapses। মুম্বই শহরতলির ভিওয়ান্ডিতে বড় দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে ভিওয়ান্ডির শান্তি নগর এলাকায় ভেঙে পড়ল একটি চারতলার পুরনো বহুতল। বহুতলটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ পুলিশকে খবর দেন। উদ্ধার কাজ শুরু হতে বিশেষ দেরি হয়নি। ধ্বংসস্তুপ সরাতেই দুটি দেহ পাওয়া যায়। ধ্বংসস্তুপের তলায় আরও দেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে।

আপাতত ১৫ জনের নিখোঁজ হওয়ার খবর রয়েছে। দু জনের মৃত্যুর পাশাপাশি পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চার তলার এই আবাসনটিতে ২২টি পরিবার থাকত বলে জানা গিয়েছে। অনেকেই রাতে ঘুমিয়ে ছিলেন। বিপদ টের পাননি বলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আরও পড়ুন- রুটি নুন খাচ্ছে পড়ুয়ারা, উত্তর প্রদেশের স্কুলের মিড-ডে মিলের মেনু ভাইরাল

চলতি বছর জুলাইয়ে মুম্বইয়ের ডোংরি এলাকায় বহুতল ভেঙে পড়েছিল। ডোংরিতে একশো বছরের পুরনো ওই বহুতলটি ভেঙে পড়ে রক্ষণাবেক্ষণের অভাবে। দু জনের মৃত্য়ু হয়েছিল সেই বহুতল ভাঙার ঘটনা। মুম্বইয়ে বারবার বহুতল ভাঙার ঘটনায় প্রশ্নের মুখে উঠেছে প্রশাসনের ভূমিকা।