ভিওয়ান্ডি, ২৪ অগাস্ট: Bhiwandi: 2 Dead, Several Feared Trapped After Four-Storey Building Collapses। মুম্বই শহরতলির ভিওয়ান্ডিতে বড় দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে ভিওয়ান্ডির শান্তি নগর এলাকায় ভেঙে পড়ল একটি চারতলার পুরনো বহুতল। বহুতলটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ পুলিশকে খবর দেন। উদ্ধার কাজ শুরু হতে বিশেষ দেরি হয়নি। ধ্বংসস্তুপ সরাতেই দুটি দেহ পাওয়া যায়। ধ্বংসস্তুপের তলায় আরও দেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে।
আপাতত ১৫ জনের নিখোঁজ হওয়ার খবর রয়েছে। দু জনের মৃত্যুর পাশাপাশি পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চার তলার এই আবাসনটিতে ২২টি পরিবার থাকত বলে জানা গিয়েছে। অনেকেই রাতে ঘুমিয়ে ছিলেন। বিপদ টের পাননি বলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আরও পড়ুন- রুটি নুন খাচ্ছে পড়ুয়ারা, উত্তর প্রদেশের স্কুলের মিড-ডে মিলের মেনু ভাইরাল
Maharashtra: Rescue operations continue at the building collapse site in Bhiwandi. The incident has claimed lives of 2 people so far. pic.twitter.com/hSLXoVlmn5
— ANI (@ANI) August 24, 2019
গভীর রাতেই উদ্ধার কাজে নামে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। এই বিল্ডিংটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা গিয়েছে। ধ্বংস্তূপের তলায় কেউ চাপা পড়ে রয়েছে কিনা তার খুঁজে দেখছেন এনডিআরএফের কর্মীরা।
#UPDATE: 2 dead and 5 injured in the Bhiwandi building collapse. Rescue operations underway. https://t.co/Q3CmwdM95K
— ANI (@ANI) August 24, 2019
চলতি বছর জুলাইয়ে মুম্বইয়ের ডোংরি এলাকায় বহুতল ভেঙে পড়েছিল। ডোংরিতে একশো বছরের পুরনো ওই বহুতলটি ভেঙে পড়ে রক্ষণাবেক্ষণের অভাবে। দু জনের মৃত্য়ু হয়েছিল সেই বহুতল ভাঙার ঘটনা। মুম্বইয়ে বারবার বহুতল ভাঙার ঘটনায় প্রশ্নের মুখে উঠেছে প্রশাসনের ভূমিকা।