BJP: কমছে কোভিড, মন্দির খোলার দাবিতে রাস্তায় বসে আন্দোলনে বিজেপি
প্রতিবাদে বিজেপি। (ছবি-ANI-টুইটার থেকে)

পুণে, ৩০ অগাস্ট: সব খুলছে তবে মন্দির নয় কেন! তাই মন্দির খুলতে হবে এই দাবিতে মহারাষ্ট্রের পুণেতে আন্দোলনে রাস্তায় বসে আন্দোলন প্রতিবাদে বিজেপি (BJP) কর্মীরা। করোনায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হল মহারাষ্ট্র (Maharastra)। করোনার দ্বিতীয় ঢেউটা কিছুটা কমার পর মহারাষ্ট্রে অফিস, কল করাখানা,  লোকাল ট্রেন (Local Train)ও চালু হয়েছে বেশ কিছু শর্তসাপেক্ষে। কিন্তু ধর্মস্থান খোলার অনুমতি এখনও মেলেনি। কারণ মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক আছে। তবে বিজেপি-র দাবি সব কিছু যখন খুলছে তাই এবার মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের উচিত মন্দিরও খুলে দেওয়া। আরও পড়ুন: করোনা আতঙ্ক কাটছেই না, ৬৪ কোটি টিকার ডোজ দেওয়ার পথে দেশ

জন্মাষ্টিতেই মন্দির খোলার দাবিতে বিজেপির প্রতিবাদ আন্দোলন ধারেভারে বেশ বড়ই হল।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৪,৪৬৬ জন আক্রান্ত হয়েছেন। মুম্বইতে একদিন আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। মুম্বইয়ে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩,৩৭৮ জন। মুম্বইয়ে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৬ হাজারের খুব কাছে। মহাখুরদের এক আবাসিক হোমে ১৮জন শিশু কোভিড আক্রান্ত হয়। করোনার প্রথম ঢেউয়ের পর অনেক কিছু খুলে দিয়ে দ্বিতীয় ঢেউকে কার্যত আহ্বান করেছিল মহারাষ্ট্র। এবার তৃতীয় ঢেউ আসার আগেও তেমনটা হবে না তো?