উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রবেশ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে সোমবার সকালেই উত্তরপ্রদেশের প্রতাপগড়ে প্রবেশ করেন রাহুল। প্রতাপগড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রবেশের পর রাহুল এরপর আমেঠিতে যাবেন বলে খবর।
আরও পড়ুন: Rahul Gandhi - Smriti Irani: আমেঠিতে একই দিনে রাহুল, স্মৃতির প্রচার, বাড়ছে উত্তাপ
দেখুন ভিডিয়ো...
#WATCH | Uttar Pradesh: Congress leader Rahul Gandhi's Bharat Jodo Nyay Yatra resumes from Pratapgarh, Uttar Pradesh. pic.twitter.com/egu3GZx7QP
— ANI (@ANI) February 19, 2024
প্রসঙ্গত আমেঠিতে আজ রাহুল গান্ধীর যেমন জনসভা রয়েছে, তেমনি প্রচার করবেন বিজেপির স্মৃতি ইরানিও। ফলে একই দিনে রাহুল গান্ধী এবং স্মৃত ইরানির প্রচার নিয়ে আমেঠিতে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।