Rahul Gandhi, Smriti Irani (Photo Credit: Instagram)

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের (Loksabha Election) দামামা বেজে গিয়েছে। লোকসভা নির্বাচনের দামামা বাজতেই এবার আমেঠিতে যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার যখন রাহুলের প্রচার, জনসভা নিয়ে আমেঠিতে উত্তাপ বাড়ছে, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও সেখানে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। ফলে সোমবার রাহুল গান্ধী এবং স্মৃতি ইরানির (Smriti Irani) জনসভা ঘিরে আমেঠিতে বাড়ছে উত্তাপ। গত ১৫ বছর ধরে আমেঠিতে লড়াই করছেন রাহুল গান্ধী। তবে ২০১৯ সালে আমেঠি থেকে পরাজিত হন রাহুল। ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে পরাজিত হন রাহুল। যা নিয়ে এবারও লোকসভা নির্বাচনের আগে থেকে পারদ চড়তে শুরু করেছে।

আরও পড়ুন: Rahul Gandhi On Mimicry Row: সংসদে মিমিক্রি ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী, ভিডিয়োতে শুনুন কংগ্রেস সাংসদের বক্তব্য

কংগ্রেসের তরফে জানানো হয়, গান্ধী পরিবারের কেউ আমেঠি থেকে লড়াই করবেন। তবে রাহুল গান্ধীর সফরের দিন যেভাবে বিজেপি নেতৃত্ব স্মৃতি ইরানির প্রচারের সময় সূচি নির্ধারণ করেছে, তা অস্থিরতা প্রদর্শন হচ্ছে বলে তোপ দাগা হয় কংগ্রেসের তরফে।