বেঙ্গালুরু, ১৪ জানুয়ারি: ৬ বছরের এক শিশু-কন্যাকে ধর্ষণ (Rape) এবং তারপর তাকে খুন করে ফেলল এক যুবক। নেপাল (Nepal) থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) আসা ওই কন্যা শিশুকে প্রথমে একটি বহুতলে (তৈরি হচ্ছে) নিয়ে যায় অভিষেক কুমার নামে এক যুবক। লোভ দেখিয়ে ৬ বছরের ওই শিশু কন্যাকে বহুতলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিহারের বাসিন্দা অভিষেক কুমার। এরপর শিশু কন্যাকে মারধর শুরু করে ওই যুবক।
মেয়েকে খুঁজতে খুঁজতে রামামূর্তি নগরের বহুতলে ওই শিশু কন্যার মা হাজির হন। অভিষেক কুমার তাঁর মেয়ের উপর অত্যাচার চালাচ্ছে দেখে ওই শিশু কন্যার মা কাঠ দিয়ে তাকে পেটানো শুরু করেন। এরপর স্বামীকে খবর দেন। সেই সঙ্গে স্থানীয়দের।
আরও পড়ুন: Bhagalpur Horror: প্রেমিকের সামনে থেকে তরুণীকে টেনে নিয়ে গেল ৩ জন, তারপর চলল নির্মম অত্যাচার, ধর্ষণ
স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হন। সেই সঙ্গে পুলিশও পৌঁছে যায় রামামূর্তি নগরে। এরপর অভিষেক কুমারকে পুলিশ পাকড়াও করে। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়। ওই কন্যা শিশুর প্রাণ বাঁচানো যায়নি বলে খবর।