দেরাদুন, ১৬ নভেম্বর: বিধানসভা নির্বাচন থেকে উপনির্বাচন, প্রায় সবকিছুই শেষ পশ্চিমবঙ্গে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্লিন সুইপ, বিজেপি নেতা, মন্ত্রীদের দলত্যাগ সবকিছু নিয়ে রাজনৈতিক ডামাডোল অব্যাহত। এসবের মধ্যেই এবার ফের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন জেপি নাড্ডা (JP Nadda)। উত্তরাখন্ডের রুদ্রপুরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে শোনা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপুরে বাঙালি অধ্যুষিত এলাকায় হাজির হয়েই বাংলার তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগে শান দিতে দেখা যায় জে পি নাড্ডাকে।
মঙ্গলবার রুদ্রপুরে এক জনসভায় হাজির হয়ে জে পি নাড্ডা বলেন, বাংলা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দুর্নীতি, রাজনৈতিক দলাদলি, হেনস্থা, নৈরাজ্য়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলার মানুষ। শরণার্থীদের বাংলায় আশ্রয় দিয়েছে বিজেপি। এমনকী, হিন্দু, শিখ, পার্শি, খ্রিসাটনরা যাতে ভারতের নাগরিকত্ব পান, সে বিষয়ে নিজের কথাও বিজেপি রেখেছে বলে মন্তব্য করেন জে পি নাড্ডা।
আরও পড়ুন: Puja Banerjee: ছেলে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়
এসেবর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান (Pakistan), আফগানিস্তান (Afghanistan) থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা অর্থাৎ (হিন্দু, পার্শি, শিখে, খ্রিস্টান) ভারতে আসবেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি।