মুম্বই, ১৬ নভেম্বর: বিয়ে সারলেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) এবং কুণাল ভার্মা (Kunal Verma )। ছেলে কৃশিবের জন্মের পর এবার কার্যত দুই পরিবার এবং বন্ধুদের হাজিরায় সাতপাকে বাঁধা পড়লেন পূজা, কুণাল। গায়ে হলুদ থেকে মেহেন্দি, সমস্ত নিয়ম মেনে বিয়ের পিঁড়িতে বসেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। হাতে শাখা, পলা পরে বিয়ের পিঁড়িতে বসেন বাঙালি অভিনেত্রী। বাবা-মায়ের বিয়ের অনুষ্ঠানে ছোট্ট কৃশিব কোথায়, তা বার বার জানতে চান অভিনেত্রীর একাধিক অনুরাগী।
গত বছর লকডাউনের (Lockdown) মধ্যে তড়িঘড়ি আইনি মতে বিয়ে সেরে ফেলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। ওই সময় তড়িঘড়ি করে বিয়ের পরই পূজা, কুণাল জানান, সময় সুযোগ বুঝে তাঁরা ফের বিয়ের পিঁড়িতে বসবেন। এরপরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পূজা।
আরও পড়ুন: Virat Kohli: সমকামী যুগলদের প্রবেশে নিষেধ, বিরাট কোহলির রেস্তোরাঁর বিরুদ্ধে ক্ষোভ নেট পাড়ায়
দেখুন বিয়ের ছবি...
View this post on Instagram
ছেলে কৃশিবের জন্মের পর এবার ফের সাতপাকে বাঁধা পড়লেন টেলি টাউনের এই জুটি। নতুন করে বিয়ের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন পূজা বন্দ্যোপাধ্যায়।