Satyendra Jain released from Tihar (Photo Credits: ANI)

Satyendar Jain: অরবিন্দ কেজরিওয়ালের স্বচ্ছ ভাবমূর্তিতে বড় খাক্কা খেয়েছিল তার মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্র জৈন জেলে যাওয়ার পর। অর্থ পাচার, আয় বহিভূর্ত সম্পত্তি সহ বেশ কয়েকটি দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সতৈন্দ্র জৈনকে প্রায় আড়াই বছর জেল খাটায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি-র বিস্ফোরক অভিযোগে বারবার খারিজ হয়ে যাচ্ছিল কেজরিওয়ালের ঘনিষ্ঠ নেতা-মন্ত্রীর আবেদন। একটানা ১৮ মাস তিনি জেল খাটার পর স্বাস্থ্যগত জটিলতায় জামিন পেয়েছিলেন। কিন্তু সেই তদন্তে এবার ইডি-র সমালোচনা করল দিল্লির আদালত।

টানা ১৮ মাস জেলে ছিলেন সত্যেন্দ্র, ইডির অনুরোধে বারবার বাতিল হচ্ছিল তাঁর জামিন

সত্যেন্দ্র জৈনের বাড়িতে তল্লাশির সময় এক্স প্ল্য়াটফর্মে ভুল তথ্য শেয়ার করার জন্য ইডি-র সমালোচনা করল রোজ অ্যাভিনিউ জেলা আদালত। ED-র তদন্তে হতাশা প্রকাশ করে আদালত জানাল, "ইডির মতো তদন্তকারী সংস্থার উচিত নিরপেক্ষভাবে কাজ করা আর ন্যায্যতার নিয়মকানুন মেনে চলা।"

দেখুন খবরটি

 

বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিস নিয়ে  এক্সে ভুল তথ্য ED-র

তৎকালীন মন্ত্রী সত্যেন্দ্র জৈন-র বাসভবনে তল্লাশির সময় তাদের অফিস এক্স (টুইটার) অ্যাকাউন্টে ইডি জানিয়েছিল, তারা মন্ত্রীর বাড়ি থেকে ২ কোটি ৮৫ লক্ষ টাকা নগদ এবং ১ কেজি ৮০ গ্রামের সোনার চেন বাজেয়াপ্ত করেছে। কিন্তু আসলে সেইসবগুলি সত্যেন্দ্র জৈনর বাসভবন থেকে উদ্ধার হয়নি। এই কারণেই দিল্লির এই জেলা আদালত ইডিকে ডির উচিত নিরপেক্ষভাবে কাজ করা এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য প্রকাশ করা হয়, সেগুলো যেন সঠিক হয় এবং কোনও রকম অতিরঞ্জিত না হয়।