দিল্লি, ৮ অগাস্ট: বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবার নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই জানালেন বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, বাংলাদেশে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনও হামলার ঘটনা না ঘটে, তার জন্য একাধিক গ্রুপ, সংস্থা এগিয়ে আসছে। যে উদ্যোগ প্রশংসাযোগ্য। তবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত সে দেশের সংখ্যালঘুদের নিয়ে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন: Bangladesh Unrest: 'আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, যা রক্ষা করতে হবে', বললেন Muhammad Yunus
প্রসঙ্গত গত সোমবার শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে চপারে করে সোজা ভারতে হাজির হন। ভারতের হিন্দন এয়ারবেসে নামে শেখ হাসিনার চপার। তারপর থেকে নিরাপদে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশে সংখ্যালঘু মানুষের উপর হামলা হচ্ছে বলে বিভিন্ন খবর উঠে আসতে শুরু করে।