Sonia Gandhi: দূষণের কাঁটায় দিল্লি, চিকিৎসকদের পরামর্শে রাজধানী ছাড়ছেন সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: এই মুহূর্তে ফের দূষণে ঢেকেছে রাজধানী দিল্লি। করোনাকালে এ যেন ‘মড়ার উপরে খাঁড়ার ঘা।’ সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতহারে। এই পরিস্থিতিতে বুকের সংক্রমণের কথা মাথায় রেখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) কিছুদিন দিল্লির বাইরে থাকার পরামর্শ দিলেন তাঁর চিকিৎসকরা। শুক্রবার দলীয় সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। সেকারণেই সাময়িকভাবে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে গোয়ায় চলে যাচ্ছেন। আপাতত গোয়াতেই থাকবে গান্ধী পরিবার। বুকের ধারবাহিক সংক্রমণে ভুগছেন সোনিয়া গান্ধী। এই সংক্রমণ জনিত কারণে মাস দুয়েক আগে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে গত ২ আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আরও পড়ুন-Love Jihad Law: যোগীর রাজ্যে এবার ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে আসছে কঠোর আইন

এদিকে শীত পড়তে না পড়তেই ধোঁয়ায় ঢেকেছে রাজধানীর আকাশ। করোনাকালে সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। এই প্রাণঘাতী দূষণ শ্রীমতী গান্ধীর চিকিৎকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাঁদের পরামর্শ মেনে আপাতত দিল্লি ছেড়ে সপরিবারে গোয়াতেই থাকবেন সোনিয়া। শুক্রবার সকাল দশটায় দিল্লির বাতাসের গুণমান ৩৫০ ছিল, যাকে বিপদসীমার অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়।