Delhi Rain Fury (Photo Credit: X/Screengrab)

বুধবার সকালে দিল্লির (Delhi) কালকাজিতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ১০০ বছরেরও পুরোনো একটি গাছ ভেঙে পড়ে রাস্তায়। আর সেই গাছে নীচে চাপা পড়ে একটি বাইক, একটি গাড়ি। আর তাতেই দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছে এক তরুণী। এই ঘটনার জেরে স্থানীয় প্রশাসনের ওপর ক্ষোভ উগ়ড়ে এলাকাবাসীরা। এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় বৃষ্টি হলেই জল জমছে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া পুরোনো গাছ বিপজ্জনকভাবে হেলে পড়ছে, সেগুলি রক্ষণাবেক্ষণ হয় না বলেও দাবি স্থানীয়দের।

তীব্র সমালোচনা করেছেন আতিশি

এই বিষয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিরোধীরা। বিরোধী দলনেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি লিখেছেন। তিনি বলেন, হংসরাজ শেঠি মার্গের দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একটি মেয়ে। একটি গাছ ভেঙে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এটা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটনাটি ঘটেনি। বরং বর্ষা সম্পর্কিত প্রস্তুতিতে প্রশাসন সম্পূর্ণ উদাসীন থাকার ফলে ঘটনাটি ঘটেছে।

দেখুন পোস্ট

গাছ কেটে উদ্ধার হয় মৃতদেহ

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, একনাগাড়ে বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে কালকাজিতে ঘটেছে এই দুর্ঘটনা। রীতিমতো গাছ কেটে মৃত যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে দুর্ঘটনার একটি ভিডিয়ো। যা দেখে শিউড়ে উঠছেন অনেকে।