গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হরিয়ানায়। শুক্রবার রাতে্ কুন্দলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে (Kundli-Manesar-Palwal Expressway) একটি চলন্ত বাসে আগুন লাগে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন ২৪ জনেরও বেশি মানুষ। বাসে ছিলেন কমপক্ষে ৬০ জন যাত্রী। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। জানা যাচ্ছে, যাত্রীরা সকলেই পঞ্জাব এবং চণ্ডিগড় থেকে আসছিল। তবে দ্রুত আগুন লাগার কারণে বেশকয়েকজন যাত্রীকে বাঁচানো যায়নি বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী দেরি করে আসায় ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে।
জানা যাচ্ছে, সকল যাত্রীই বেনারস, মথুরা এবং বৃন্দাবন ঘুরতে বেরিয়েছিলেন। হরিয়ানার নুহ এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িতে আওয়াজ হচ্ছিল । তার কিছুক্ষণ পরে পেছন থেকে এক বাইক আরোহী বাসের সামনে এসে আটকানোর চেষ্টা করেন। কিন্তু বাসচালক কিছু বুঝতে না পারলে ওই যুবক বাইক থেকে নেমে বাস দাঁড় করায়। তারপর সে জানায় বাসটিতে আগুন লেগেছে। আর তারপরেই যাত্রীদের সুরক্ষিতভাবে নামানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দা।
VIDEO | At least eight people were killed when the bus they were travelling in caught fire on the Kundli-Manesar-Palwal (KMP) Expressway near Nuh, #Haryana, late on Friday.
(Source: Third Party) pic.twitter.com/xeE7XkhBGD
— Press Trust of India (@PTI_News) May 18, 2024
কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ৮ জনকে বাঁচানো সম্ভব হয়নি। এলাকাবাসীদের অভিযোগ, ঘটনাটি ঘটার পর পুলিশ ও দমকল বিভাবে খবর দেওয়া হয়ছিল। কিন্তু তাঁরা আসতে দেরি করায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।